জাপানে ওয়ার্ক পারমিট ও উচ্চ শিক্ষা বিষয়ক ফ্রি সেমিনার
Registration Now : http://djit.ac/japan_reg/
☎️ 02-9112280, +8801847140105, +8801713493282, +8801847140110
আপনারা যারা ওয়ার্ক পারমিট অথবা টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রামে জাপান যেতে অপেক্ষা করছিলেন, তাদের জন্য সুখবর !
জাপানে কর্মী নিয়োগের সূচকে বাংলাদেশ এখন ৯তম স্থানে অবস্থান করেছেন। বাংলাদেশ থেকে জাপানে জনশক্তি নিতে দুই দেশের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তবে চুক্তির শর্ত অনুযায়ী শুধু দক্ষ কর্মীরাই জাপান যেতে পারবেন। এর জন্য জাপানি ভাষা জানা থাকাও বাধ্যতামূলক।
পৃথিবীর বিভিন্ন দেশ থেকে জাপানে উচ্চ শিক্ষা এবং স্থায়ীভাবে বসবাস করতে যাওয়া বাংলাদেশির সংখ্যা ক্রমেই বাড়ছে। বর্তমানে জাপানের অর্থনীতি বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম। তবে সে তুলনায় লোকবল দিনদিনই কমছে। বিশ্ব জনসংখ্যা রিভিউ রিপোর্ট -২০১০ অনুযায়ী, জাপানের জনসংখ্যা গত ৫ বছরেই কমে গেছে প্রায় ১০ লাখ। এ পরিস্থিতি মোকাবেলা করতে, তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে দক্ষ জনশক্তিকে জাপানে চাকরি ও শিক্ষা অর্জনে উৎসাহিত করতে উদ্যোগ নিয়েছে দেশটির সরকার । আর এই তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, নেপাল, ভিয়েতনাম, ফিলিপাইনের মতো দেশগুলো । অনেকে হয়তো শুনেছেন টোকিওতে COE দেওয়া হয় না । অনেকই হতাশ হয়েছেন । জাপানে অনেক প্রভিন্স আছে যেখানে অনেক স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি আছে । আমরা প্রায় ৪০ টির উপরে প্রতিষ্ঠানের সাথে কাজ করি। এই সব প্রভিন্সেতেও খুব সহজে পড়াশুনা ও কাজ করা যায় । জাপানের বিভিন্ন প্রভিন্সে সমান ভাবে পড়াশুনার পাশাপাশি পার্ট টাইম কাজ করে টিউশন ফি , থাকা-খাওয়ার ব্যবস্থা করা যায় ও দেশে টাকা পাঠানো সম্ভব । বরং অন্যোন্য প্রদেশে টোকিওর তুলনায় খরচ কম।
#ফ্রি_সেমিনার
Daffodil Japan IT, জাপানিজ ও দেশের স্বনাম ধন্য ড্যাফোডিল গ্রুপের ড্যাফোডিল জাপান আইটি একটি অঙ্গ প্রতিষ্ঠান। সফলতার সাথে শত শত শিক্ষার্থী ড্যাফোডিল জাপান আইটির মাধ্যমে জাপানে ক্যারিয়ার গড়েছেন। সেই সফলতার ধারাবাহিকতায় আবারও আমরা উচ্চ শিক্ষা ও চাকরি বিষয়ক সেমিনার আয়োজন করেছি । আপনাদের সবাইকে সেমিনারে আমন্ত্রণ । সেমিনারটি সকলের জন্যে উন্মুক্ত।
ফ্রি রেজিস্ট্রেশন করুনঃ http://djit.ac/japan_reg/
#সেমিনারের_সময়_সূচী :
Thursday,November 21,2019|Time:4:00PM
Friday,September 22,2019|Time:11:00AM
Friday,September 22,2019|Time:4:00 PM
Saturday,September 23,2019|Time:4:00 PM
রেজিস্ট্রেশন লিংক: http://djit.ac/japan_reg/
#সেমিনারের_আলোচ্য_বিষয়
জব ভিসা সমূহঃ
– জাপানে জব ভিসা ও জব ক্যাটাগরি নিয়ে আলোচনা
– জাপানিজ কোম্পানি ও বেতন
– জাপান যেতে প্রয়োজনীয় কাগজ-পত্র ও যোগ্যতা
স্টুডেন্ট ভিসা সমূহঃ
– কত খরচ পড়বে জাপান যেতে – টিউশন ফি এবং অন্যান্য ভিসা প্রসেসিং খরচ
– জাপানে ভর্তি এবং ভিসা পাওয়ার প্রক্রিয়া সাথে কী কী কাগজপত্র এবং যোগ্যতা লাগবে
– ব্যাংক ব্যাল্যান্স এবং একাউন্ট বিষয়ক বিস্তারিত ধারনা!
– পার্ট-টাইম জব পাওয়া যাবে কিনা, ফুল টাইম জব কিভাবে পাবেন?
– পড়াশুনা শেষে ফুলটাইম জব করার নিশ্চয়তা আছে কিনা, থাকা-খাওয়া, নতুন দেশে টিকে থাকার ধারনা!
– কীভাবে স্থায়ী আবাসন অথবা জাপানের নাগরিকত্ব পাওয়া যাবে এবং সেমিনারে অংশগ্রহণকারীদের সমস্ত প্রশ্নের বিস্তারিত উত্তর!
রেজিস্ট্রেশন লিংক: http://djit.ac/japan_reg/
=================================================
যোগাযোগ :
Daffodil Japan IT Limited
Union Heights 01, level 8
55-2, West Panthapath, Dhaka.
(Adjacent to Square Hospital)
02-9112280, +8801847140105, +8801847140110 +8801713493282
E-mail : info@djit.ac
Website: http://djit.ac/
ভিসার মেয়াদ ৫ বছর।
No comments:
Post a Comment