Tuesday, May 25, 2021

ডিজেআইটি'র এলামনাই জাপান যাওয়ার গল্প

 

সফলতার গল্প : (পর্ব - )

 

ইকবাল হোসেন শাকিল, ২০১৭ সালে জাপানে অবস্থিত তার এক  আত্মীয়র মাধ্যমে জাপান সম্পর্কে  জানতে পারেন । MBA তে অধ্যায়নরত অবস্থায় তিনি বিদেশে পড়াশুনা করতে আগ্রহী ছিলেন । তিনি যখন দেখলেন  চারপাশে সিনিয়র  বন্ধমহল , যারা পাশ করে বের হয়েছে ,কিন্তু  চাকুরী খুঁজে পাচ্ছে না ,ঠিক তখন তিনি ২০১৮ সালে  জাপানের বিষয়ে তথ্য সংগ্রহ করা শুরু করেন এবং খোঁজ পান ড্যাফোডিল জাপান আইটির। অনলাইন রেজিস্ট্রেশন এর মাধ্যমে সরাসরি উপস্থিত হন ড্যাফোডিল জাপান আইটির সেমিনারে। অন্যান্য প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করলেও ড্যাফোডিল জাপান আইটির তথ্য কার্যক্রমে সন্তুষ্ট হয়ে ভর্তি হয়ে যান ড্যাফোডিল জাপান আইটির ৬৬ তম ব্যাচে ২০১৮ এর নভেম্বরে।

 

ডিজেআইটি'র এলামনাই জাপান যাওয়ার গল্প

 শাকিল জানান,  ড্যাফোডিল জাপান আইটি শুধু মাত্র একটি প্রতিষ্ঠান নয় বরং তার কাছে একটি পরিবারের মত। সকল শিক্ষক, ক্যারিয়ার কাউন্সেলিং টিম ডকুমেন্টস টিমের পরামর্শে এবং সহযোগিতায় তিনি তার স্বপ্ন বাস্তবায়ন লক্ষে পৌঁছাতে সক্ষম হন। নিয়মিত ক্লাসের বাইরে , তিনি অতিরিক্ত অনুশীলন করা, শিক্ষকদের সাথে নিয়মিত যোগাযোগ ও মক টেস্টের মাধ্যমে জাপানিজ ভাষায় নিজেকে আরও দক্ষ করে তুলেন।

 

ডিজেআইটি'র এলামনাই জাপান যাওয়ার গল্প

তিনি আরো জানান সার্ভিস চার্জের ব্যাপারেও ড্যাফোডিল জাপান আইটি ছিল স্বচ্ছ। বর্তমানে তিনি হিরোশিমাতে অবস্থান করছেন এবং হিরোশিমার সব থেকে নামকরা প্রতিষ্ঠান হিরোশিমা ইন্টারন্যাশনাল বিসনেস কলেজে  সেনমন কোর্সে অধ্যায়নরত রয়েছেন, পাশাপাশি পেয়েছেন পার্ট টাইম কাজ করার সুযোগ। ল্যাঙ্গুয়েজে কোর্স N3 তিনি এখন থেকে সম্পন্ন করেছেন। খুব শীঘ্রই তিনি N2 সম্পন্ন করবেন বলে জানিয়েছেন। 

ইকবাল হোসেন শাকিল ভবিষ্যতে একজন সফল ওয়েডিং প্ল্যানার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান  

ডিজেআইটি'র এলামনাই জাপান যাওয়ার গল্প


ড্যাফোডিল জাপান আইটির ছাত্র হিসেবে ইকবাল হোসেন শাকিল ছিলেন খুবই মনোযোগী এবং আন্তরিক, বলা যায় ভালো ছাত্রদের মধ্যে তিনি ছিলেন অন্যতম শুধু ভাষা শিক্ষা নয়, সকল ডকুমেন্টস জমা দেয়ার ব্যাপারে তিনি ছিলেন সচেতন।  ভাষা শিক্ষার ব্যাপারে তার আগ্রহ এবং ডকুমেন্টসের ব্যাপারে সচেতনতা তাকে তার লক্ষে পৌঁছাতে সহযোগিতা করেছে শুধু মাত্র একজন শিক্ষর্থী নয়, ড্যাফোডিল জাপান আইটি পরিবারের একজন এলামনাই হিসেবে তাকে নিয়ে আমরা গর্বিত। 

ড্যাফোডিল জাপান আইটির পক্ষ থেকে ইকবাল হোসেন শাকিলের জন্য রইলো শুভকামনা

 

Wednesday, May 19, 2021

জাপানে জব ও উচ্চ শিক্ষা বিষয়ক ফ্রি সেমিনার


Registration Now : https://djit.df.daffodil.family/event/2021-05-24-6/register
01847140105, 01847140110
#ফ্রি_সেমিনার
Daffodil Japan IT, জাপানিজ ও দেশের স্বনাম ধন্য ড্যাফোডিল গ্রুপের ড্যাফোডিল জাপান আইটি একটি অঙ্গ প্রতিষ্ঠান। সফলতার সাথে শত শত শিক্ষার্থী ড্যাফোডিল জাপান আইটির মাধ্যমে জাপানে ক্যারিয়ার গড়েছেন। সেই সফলতার ধারাবাহিকতায় আবারও আমরা উচ্চ শিক্ষা ও চাকরি বিষয়ক সেমিনার আয়োজন করেছি । আপনাদের সবাইকে অনলাইন সেমিনারে আমন্ত্রণ । সেমিনারটি সকলের জন্যে উন্মুক্ত।
ফ্রি রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুনঃhttps://djit.df.daffodil.family/event/2021-05-24-6/register




#সেমিনারের_সময়_সূচী :
Date : 24 May , 2021
Time: 4: 00 PM
#সেমিনারের_আলোচ্য_বিষয়
জব ভিসা সমূহঃ
– জাপানে জব ভিসা ও জব ক্যাটাগরি নিয়ে আলোচনা
– জাপানিজ কোম্পানি ও বেতন
– জাপান যেতে প্রয়োজনীয় কাগজ-পত্র
স্টুডেন্ট ভিসা সমূহঃ
– কত খরচ পড়বে জাপান যেতে – টিউশন ফি এবং অন্যান্য ভিসা প্রসেসিং খরচ
– জাপানে ভর্তি এবং ভিসা পাওয়ার প্রক্রিয়া সাথে কী কী কাগজপত্র এবং যোগ্যতা লাগবে
– ব্যাংক ব্যাল্যান্স এবং একাউন্ট বিষয়ক বিস্তারিত ধারনা!
– পার্ট-টাইম জব পাওয়া যাবে কিনা, ফুল টাইম জব কিভাবে পাবেন?
– পড়াশুনা শেষে ফুলটাইম জব করার নিশ্চয়তা আছে কিনা, থাকা-খাওয়া, নতুন দেশে টিকে থাকার ধারনা!
– কীভাবে স্থায়ী আবাসন অথবা জাপানের নাগরিকত্ব পাওয়া যাবে এবং সেমিনারে অংশগ্রহণকারীদের সমস্ত প্রশ্নের বিস্তারিত উত্তর!
Date : 24 May , 2021
Time: 4: 00 PM
Venue: Google Meet: https://meet.google.com/pfg-dgmh-mwk
যোগাযোগ :
Daffodil Japan IT Limited
Daffodil Concord Tower (Ground Floor)
19/1, West Panthapath, Dhaka 1205
(Opposite of Square Hospital)
+8801847140105,+8801713493278 ,+8801847140110