Saturday, February 1, 2020

জাপানে কম খরচে উচ্চ শিক্ষা ও তার পাশাপাশি পার্ট টাইম জব করার সুযোগ !

জাপানে কম খরচে উচ্চ শিক্ষা ও তার পাশাপাশি পার্ট টাইম জব করার সুযোগ !
☎️ 02-9112280, +8801713493278, +8801847140105
অনেকেই পরিকল্পনা করছেন দেশের বাহিরে যাবে্ন উচ্চ শিক্ষার জন্য। কিন্তু সিদ্ধান্ত নিতে পারছেন না আপনার কাঙ্ক্ষিত দেশ কোনটি ?
প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার জন্য জাপানে পাড়ি জমাচ্ছেন। বাংলাদেশের ছাত্রছাত্রীরাও পাচ্ছেন পড়াশোনার অনেক সুযোগ। এইচএসসি পাসের পর উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যেতে আগ্রহী, তারা জাপানকে বেছে নিতে পারো ।
পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে সারা বিশ্বজুড়ে প্রায় ১৫ লক্ষ ছাত্রছাত্রী বিদেশে পড়াশুনা করছে। এর মধ্যে ১৩৮০৭৫ (১ মে, ২০১২ অনুযায়ী) জন ছাত্রছাত্রী জাপানে পড়াশোনা করছে। অর্থাৎ বৈদেশিক ছাত্রছাত্রীদের প্রায় ৯.৫ শতাংশই জাপানে অধ্যয়নরত জাপানে উচ্চ শিক্ষা গ্রহনের এই ব্যাপক চাহিদার কারণ হচ্ছে জাপানে ছাত্রছাত্রীরা যুগোপযোগী সর্বাধুনিক প্রযুক্তি এবং জ্ঞান অর্জন করতে পারে যা ২য় বিশ্বযুদ্ধোত্তর জাপানের বিস্ময়কর অর্থনৈতিক উন্নতির মুল হাতিয়ার হিসাবে কাজ করেছে। ইলেকট্রনিক্স থেকে শুরু করে মেডিসিন, সাহিত্য থেকে শুরু করে ব্যবসা প্রশাসন যেকোন বিষয়েই জাপানী বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশুনার বিস্তৃত সুযোগ রয়েছে। তাই অন্যান্য দেশের মতো বাংলাদেশ থেকেও প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রী জাপানে পড়াশুনা করতে যাচ্ছে।
শুধুমাত্র ১৮০ ঘণ্টার Japanese Language Course (৪ মাসের কোর্স) করে আপনিও নিতে পারেন জাপান এ উচ্চ শিক্ষা, পড়াশুনা শেষে নিশ্চিত চাকরী, পাঁচ বছর থাকার পর নাগরিকত্ব নিয়ে স্থায়ীভাবে বসবাসের সুযোগ। আবেদন করার জন্য IELTS এর প্রয়োজন নাই। উচ্চশিক্ষার জন্য জাপান অন্যতম যা বর্তমানে মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য অত্যান্ত জনপ্রিয় হয়ে উঠেছে । বাংলাদেশ থেকে বছরে ৪ টি অধিবেশনে প্রচুর শিক্ষার্থী পাড়ি জমাচ্ছে জাপানে।
জাপানের শিক্ষা আন্তর্জাতিক মানের। বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৭৮০টি। এসব বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক অনেক কম খরচে পড়াশোনার সুযোগ রয়েছে। পড়াশোনার পাশাপাশি সাপ্তাহিক ২৮ ঘণ্টা পার্টটাইম কাজ করার সুযোগ দিচ্ছে জাপান সরকার, যা ইউরোপ-আমেরিকার অনেক উন্নত দেশেও নেই। এছাড়া বার্ষিক ছুটির সময়কাজের সময় নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। প্রথম অবস্থায় জাপানে প্রতি ঘণ্টায় পার্টটাইম কাজের বেতন সর্বনিম্ন ১০০০ থেকে ১২০০ জাপানি ইয়েন। দক্ষতা বাড়ার সঙ্গে সঙ্গে বেতনও বাড়তে থাকে।


জাপানে প্রায় সব বিষয়েই পড়াশোনার সুযোগ আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে:
১.হিউম্যান স্টাডিজ
২.লিঙ্গুগুয়িস্টিক স্টাডিজ
৩.হিস্টোরিক্যাল স্টাডিজ
৪.হিউম্যান সায়েন্স।
৫.এডুকেশনাল সায়েন্স, ল অ্যান্ড সোসাইটি
৬. পাবলিক ল অ্যান্ড পলিসি
৭.ইকোনমিক্স।
৮.ম্যানেজমেন্ট
৯.অ্যাকাউন্ট্যান্সি।
১০. ফিজিক্স
১১.অ্যাস্ট্রোনমি
১২.জিওফিজিক্স
১৩.কেমিস্ট্রি
১৪.আর্থ সায়েন্স
১৫.মেডিকেল সায়েন্স
১৬.ডিজঅ্যাবিলিটি সায়েন্স
১৭.ডেন্টিস্ট্রি
১৮.ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি
১৯.বায়োফার্মাসিউটিক্যাল সায়েন্স
২০.লাইফ সায়েন্স,
২১.কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং,
২২.ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং,
২৩.মেকানিক্যাল সিস্টেস অ্যান্ড ডিজাইন,
২৪.ন্যানোমেকানিক্স,
২৫.অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং,
২৬.কোয়ান্টাম সায়েন্স অ্যান্ড এনার্জি ইঞ্জিনিয়ারিং,
২৭.ইলেক্ট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং,
২৮.ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইত্যাদি।
_______________________________________________
যোগাযোগ :
Daffodil Japan IT Limited
Union Heights 01, level 8
55-2, West Panthapath, Dhaka.
(Adjacent to Square Hospital)
☎️ 02-9112280, +8801713493278, +8801847140105
E-mail : info@djit.ac
Website: http://djit.a

No comments:

Post a Comment