Thursday, April 28, 2022

স্বপ্ন ছিল জাপান যাবো

ক্যারিয়ার ডেস্কঃ 

ছেলেটির নাম মোহাম্মদ আব্দুল; বাবা মাকে হারিয়েছে শৈশবে। বড়ো হয়েছে ভাই-ভাবীদের কাছে থেকে।  আট-দশটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মতো তার পরিবার তাকে দেখায়নি কোনো বড়ো স্বপ্ন।  বলেছে পড়া লেখা করো, তারপর চাকরি খোঁজ। আব্দুল নিজেও এর ব্যাতিক্রম কোনো কিছু ভাবতে পারেনি। খুব আহামরি ভালো স্টুডেন্ট সে কোনোদিনই ছিল না। রাজশাহী বোর্ড থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে উত্তীর্ণ হলো, খুব সাদা মাটা ফলাফল নিয়ে বাণিজ্য বিভাগ থেকে। উচ্চ শিক্ষা লাভের আশায় পাড়ি জমালো রাজধানী শহর ঢাকাতে। পাবলিক বিশ্ব বিদ্যালয়ের প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ গ্রহণের মাধ্যমে খুব সহজেই বুঝতে পারে তার পক্ষে পাবলিক বিশ্ব বিদ্যালয়ে জায়গা করে নেয়া অসম্ভব।  জাতীয় বিশ্ব বিদ্যালয়ের অধীনস্ত একটি সরকারি কলেজ ব্যাবস্থাপনা বিষয়ে ভর্তি হয়ে শুরু হয় তার চার বছর মেয়াদি স্নাতক সম্মান শিক্ষা জীবন।   

ছবিঃ ভিসা সফলতা ড্যাফোডিল জাপান আইটি’র টিমের সাথে
ছবিঃ ভিসা সফলতা ড্যাফোডিল জাপান আইটি’র টিমের সাথে

স্নাতক সম্মান শিক্ষা জীবন শুরুর প্রথম দিকে উৎসাহের কমতি ছিল না। কিন্তু যত সময় এগুতে লাগলো হতাশা যেন বাড়তে লাগলো। বড়ো ভাই যারা উল্লেখযোগ্য রেজাল্ট নিয়ে পাস করেও পায়নি কোনো ভালো চাকরি; যদিও বলা হয় চার বছর মেয়াদি স্নাতক সম্মান কিন্তু প্রোগ্রাম শেষ হতে সময় নিলো সাত বছর; কি করবো, কি হবে ভাবতে ভাবতে আরো হতাশা গ্রাস করতে থাকে আমাদের আব্দুলকে।  

স্নাতক সম্মান শিক্ষা জীবন শেষ করে ভর্তি হয় স্নাতকোত্তর প্রোগ্রামে এবং স্বপ্ন  বাধে এবার নিশ্চয় ভালো কিছু হবে।  স্নাতকোত্তর শিক্ষা জীবন শেষ হতে সময় নেয় আরো আড়াই বছর যদিও বলা হয় সময় লাগে এক বছর।

চারিদিকে শুধু হতাশা, এমন সময় এক বন্ধুর কাজ থেকে জানতে পারলো সে জাপানি ভাষা শিখছে কারণ সে জাপান যাবে।  বিদেশ যাবে পড়াশুনা করতে, সে তো অনেক খরচের ব্যাপার; কিন্তু আব্দুল জানতে পারলো জাপানে পড়াশুনা খরচ তলানামূক ভাবে কম; সেই সাথে রয়েছে ২৮ ঘণ্টা খন্ড কালীন কাজের সুবিধা স্টুডেন্ট থাকা কালীন সময়ে। আব্দুল আরো জানতে পারলো ২৮ ঘণ্টা খন্ড কালীন কাজের ব্যাপক সুযোগ রয়েছে এবং জাপানে যাবার সাথে সাথে কাজে যোগদান করা যায়।    

নতুন এক আশায় বুক বাধে আমাদের আব্দুল কিন্তু বয়স তো পেরিয়ে গিয়েছে একত্রিশ বছর; পারবে কি যেতে তার স্বপ্নের লক্ষে ? ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তথ্য জোগাড় করা শুরু করে কিন্তু কোনো প্রতিষ্ঠান  থেকে পেলো না তার কাঙ্খিত তথ্য সমূহ। এরই মাঝে ঘোরা হয়ে গেছে প্রায় সকল সুপরিচিত এজেন্সী গুলোতে। শেষ পর্যন্ত তার কাঙ্খিত তথ্য সমূহ খুঁজে পেলো ড্যাফোডিল জাপান আইটি নামক এক প্রতিষ্টান থেকে।  ভালো লেগেছে তাদের ব্যবস্থাপকের আন্তরিকতা। মনে হলো ভরসা রাখা যায় এই প্রতিষ্ঠানটির উপর।  

শুরু করলো আব্দুল তার ভাষা শেখা এবং সিলেকশন ইন্টারভিউ তে চান্স পেলো হিরোশিমা ইন্টারন্যাশন বিসনেস কলেজএ অক্টোবর ২০১৯ সেশনএ। এজেন্সির সার্বিক সহযোগিতায় এবং নিজের আত্মবিশ্বাস ও অধ্যাবসায় দ্বারা সকল পেপার সাবমিট করার পর রেজাল্ট এলো সেপ্টেম্বর ২০১৯।  স্বপ্নের COE (সার্টিফিকেট অফ এলিজিবিলিটি) হাতে পেয়ে প্রথমে বিশ্বাস করতে পারছিলো না আমাদের আব্দুল।  শুরু হলো নতুন করে প্রিপারেশন নেয়া জাপান এম্বেসী ইন্টারভিউ এর জন্য। ব্যাংকস পেপারস; ট্যাক্স পেপারস সমস্যা তো নতুন কিছু না কিন্তু সাথে আছে নিবেদিত ডকুমেন্টেশন টীম এবং ল্যাঙ্গুয়েজ ইন্সট্রাক্টর টীম। অবশেষে আসলো জীবনের সর্বোচ্চ  অপেক্ষমান সেই সময়, পাসপোর্ট ডেলিভারি ডেট জাপান এম্বেসী থেকে; ভিসা হাতে পাবার পরে নিজেকে অনেক হালকা লাগছে, এক মুহূর্তে ভেসে উঠলো বিগত সাত মাসের নিরলস পরিশ্রম।  আজ আমাদের আব্দুল ৩ বছরের ওয়ার্ক পার্মিট ভিসায় রয়েছে এবং ইন-সা-আল্লাহ অচিরেই পৌঁছেই যাবে তার কাঙ্খিত গন্তব্যে পার্মানেন্ট রেসিডেন্সি স্টেটাসএ।  

বন্ধুরা এরকম আরো অনেক আব্দুল রয়েছে যারা চরম হতাশা মধ্যে অতিবাহিত করছে তাদের সময়; তাদের উদ্দেশে বলতে চাই জীবনটা এক আঁকা বাঁকা পথ যার শুরু টা দুর্গম হলেও রয়েছে অপার সম্ভাবনা যদি আপনি আপনার লক্ষে স্থির থাকেন।  অনেক সময় পার করে ফেলেছি; অনেক দায়িত্ব কাঁধে এসে পড়েছে; সকল সময় খালি ব্যর্থ হয়েছি এসব ভেবে অনুগ্রহ করে সামনের সুযোগ কে অস্বীকার করবেন না।  আমাদের নিশ্চয় ভুলে যাওয়া উচিত হবে না " না হবার থেকে দেরিতে হওয়া অধিক ভালো "।  

ভালো থাকবেন সুস্থ থাকবেন 

এবি রাফি 

যোগাযোগঃ 

ড্যাফোডিল জাপান আইটি

ড্যাফোডিল কনকর্ড টাওয়ার (নিচ তলা) 

১৯/১, পশ্চিম পান্থপথ 

মোবাইলঃ ০১৮৪৭১৪০১০৫,০১৮৪৭১৪০১১০ 

Wednesday, December 8, 2021

জাপানে কম খরচে উচ্চ শিক্ষা ও পাশাপাশি পার্ট টাইম জব করার সুযোগ !

জাপানে কম খরচে উচ্চ শিক্ষা ও পাশাপাশি পার্ট টাইম জব করার সুযোগ ! ☎️☎️ 01847140105, 01847140110 👩🎓👨🎓 #ভর্তি_চলছে !!! #বৃত্তির_ব্যবস্থা স্টাডি লোণ ৭৫ % পর্যন্ত 👉 প্রবেশ করার শর্তাদি: * সর্বনিম্ন এইচএসসি / এ লেভেল বা ডিপ্লোমা পাস * স্টুডেন্ট ভিসার জন্য এন 5 বেসিক জাপান ভাষা * জব ভিসার জন্য এন 5 এবং এন ৪ জাপান ভাষা #জাপান_কেন_যাবেন জাপানের শিক্ষা আন্তর্জাতিক মানের। বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৭৮০টি। এসব বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক অনেক কম খরচে পড়াশোনার সুযোগ রয়েছে। পড়াশোনার পাশাপাশি সাপ্তাহিক ২৮ ঘণ্টা পার্টটাইম কাজ করার সুযোগ দিচ্ছে জাপান সরকার, যা ইউরোপ-আমেরিকার অনেক উন্নত দেশেও নেই। এছাড়া বার্ষিক ছুটির সময়কাজের সময় নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। প্রথম অবস্থায় জাপানে প্রতি ঘণ্টায় পার্টটাইম কাজের বেতন সর্বনিম্ন ১০০০ থেকে ২০০০ জাপানি ইয়েন। দক্ষতা বাড়ার সঙ্গে সঙ্গে বেতনও বাড়তে থাকে।
জাপানে প্রায় সব বিষয়েই পড়াশোনার সুযোগ আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: ১.হিউম্যান স্টাডিজ ২.লিঙ্গুগুয়িস্টিক স্টাডিজ ৩.হিস্টোরিক্যাল স্টাডিজ ৪.হিউম্যান সায়েন্স। ৫.এডুকেশনাল সায়েন্স, ল অ্যান্ড সোসাইটি ৬. পাবলিক ল অ্যান্ড পলিসি ৭.ইকোনমিক্স। ৮.ম্যানেজমেন্ট ৯.অ্যাকাউন্ট্যান্সি। ১০. ফিজিক্স ১১.অ্যাস্ট্রোনমি ১২.জিওফিজিক্স ১৩.কেমিস্ট্রি ১৪.আর্থ সায়েন্স ১৫.মেডিকেল সায়েন্স ১৬.ডিজঅ্যাবিলিটি সায়েন্স ১৭.ডেন্টিস্ট্রি ১৮.ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি ১৯.বায়োফার্মাসিউটিক্যাল সায়েন্স ২০.লাইফ সায়েন্স, ২১.কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ২২.ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং, ২৩.মেকানিক্যাল সিস্টেস অ্যান্ড ডিজাইন, ২৪.ন্যানোমেকানিক্স, ২৫.অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, ২৬.কোয়ান্টাম সায়েন্স অ্যান্ড এনার্জি ইঞ্জিনিয়ারিং, ২৭.ইলেক্ট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ২৮.ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইত্যাদি। Daffodil Japan IT Limited Daffodil Concord Tower (Ground Floor) 19/1, West Panthapath, Dhaka 1205 (Opposite of Square Hospital) ☎️ +8801847140105,+8801847140110 info@djit.ac #Admission #Study #Work #Settle #October #January #Visa #Japan #Language #Number1 #Consultancy #Service #BestSupport #CareerCounseling #VisaSuppor

Thursday, June 10, 2021

অফলাইন ক্লাস থেকে অনলাইন ক্লাস ভাল ?

সাদিয়া :

সরাসরি শ্রেনীকক্ষে উপস্থিত থেকে ক্লাস করার চেয়ে অনলাইন লার্নিং সত্যই ভাল কিনা তা দীর্ঘদিনের বিতর্কিত প্রশ্ন । সর্বত্র মহামারী সরিয়ে পড়ার ফলে উন্নত প্রযুক্তির সুবাদে শিক্ষাপ্রতিষ্ঠান গুলো বন্ধ থাকা সত্ত্বেও অনলাইন শিক্ষা সরাসরি শিক্ষার বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।  

অনলাইন শিক্ষা এবং প্রতিষ্ঠানে গিয়ে সরাসরি শিক্ষার মধ্যে পার্থক্য হলো, একজন শিক্ষার্থী যেই কাজ প্রতিষ্ঠানে উপস্থিত থেকে করতো এখন সেগুলো বিভিন্ন মডিউল, ভিডিও কনফারেন্স ক্লাস বা ভার্চুয়াল প্রশ্নোত্তর সেশনের এর মাধ্যমে করতে পারছে, ই-মেইলের মাধ্যমে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারছে, এমনকি পেয়ে যাচ্ছে পূর্ববর্তী ক্লাস রেকর্ডিং যা পরবর্তীতে একজন শিক্ষর্থীর অনুশীলনের জন্য ব্যবহার করতে পারছে। সরাসরি প্রতিষ্ঠানে গিয়ে শেখার চেয়ে অনলাইনে শেখার আরো বিশেষ কিছু সুবিধা রয়েছে l একজন শিক্ষার্থী যেকোনো সময়, যেকোনো স্থানে এমনকি ভ্রমণকালে কিংবা চলতে চলতে দেখতে পারবেন ক্লাস প্রভাষকের পাঠদান।      

সরাসরি শ্রেনীকক্ষে উপস্থিত থেকে ক্লাস করার চেয়ে অনলাইন লার্নিং সত্যই ভাল কিনা তা দীর্ঘদিনের বিতর্কিত প্রশ্ন । সর্বত্র মহামারী সরিয়ে পড়ার ফলে উন্নত প্রযুক্তির সুবাদে শিক্ষাপ্রতিষ্ঠান গুলো বন্ধ থাকা সত্ত্বেও অনলাইন শিক্ষা সরাসরি শিক্ষার বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।   অনলাইন শিক্ষা এবং প্রতিষ্ঠানে গিয়ে সরাসরি শিক্ষার মধ্যে পার্থক্য হলো, একজন শিক্ষার্থী যেই কাজ প্রতিষ্ঠানে উপস্থিত থেকে করতো এখন সেগুলো বিভিন্ন মডিউল, ভিডিও কনফারেন্স ক্লাস বা ভার্চুয়াল প্রশ্নোত্তর সেশনের এর মাধ্যমে করতে পারছে, ই-মেইলের মাধ্যমে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারছে, এমনকি পেয়ে যাচ্ছে পূর্ববর্তী ক্লাস রেকর্ডিং যা পরবর্তীতে একজন শিক্ষর্থীর অনুশীলনের জন্য ব্যবহার করতে পারছে। সরাসরি প্রতিষ্ঠানে গিয়ে শেখার চেয়ে অনলাইনে শেখার আরো বিশেষ কিছু সুবিধা রয়েছে l একজন শিক্ষার্থী যেকোনো সময়, যেকোনো স্থানে এমনকি ভ্রমণকালে কিংবা চলতে চলতে দেখতে পারবেন ক্লাস প্রভাষকের পাঠদান।       অনলাইনে শিক্ষা একজন শিক্ষার্থীকে স্ব-শৃঙ্খলা এবং স্ব-অনুপ্রেরণার আরো উন্নত করে।  যতদ্রুত একজন শিক্ষার্থী নিজেকে প্রযুক্তির সাথে মানিয়ে নিয়ে এগুলো শিখবে এবং নিজের বিকাশ করবে কর্মক্ষেত্রে প্রবেশের সময় সে ততবেশি ভালো করতে পারবে।      বর্তমান বিশ্বে নিজেকে মানিয়ে চলতে হলে সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে আরো উন্নত করতে হবে কারণ এখন ঘরে বসেই যেকোনো শিক্ষার্থী যেকোনো দেশের কোর্স শিখতে পারবে খুব সহজেই  । অনলাইনে শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী যেমন তার সময় বাঁচবে তেমন সাশ্রয় হবে অর্থ । অনলাইনে ক্লাস কেবল মাত্র সাশ্রয়ী নয় বরং সরাসরি ক্লাসে যাওয়া কিংবা কয়েক হাজার মাইল দূরে বিদেশে উচ্চশিক্ষায় যাওয়ার জন্য আর মূল্যবান সময় ব্যয় করতে হবে না। অনলাইনে শেখার আরেকটি সুবিধা হলো বেশিরভাগ কোর্স একটি নির্দিষ্ট সময় সীমার হয়ে থাকে সুতরাং একজন শিক্ষার্থী চাইলে দ্রুত অথবা নির্দিষ্ট সময়ে একটি অনলাইনে কোর্স সম্পন্ন করতে পারবে।  প্রতিটি মানুষের ব্যক্তিত্ব আলাদা।  সরাসরি ক্লাসে অনেক শিক্ষার্থীর ক্লাসে মনোযোগী হওয়ার দক্ষতা কম থাকে আবার কারোর পক্ষে হয়ে পরে কঠিন সুতরাং অনলাইনে ক্লাসের মাধ্যমে একজন শিক্ষার্থী তার নিজের মতো করে পড়া শিখে নিতে পারে।     আমরা সকলেই জানি বর্তমানে করোনা পরিস্থিতিতে সরাসরি ক্লাসের বদলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে অনলাইনে ক্লাস দ্বারা।  বিদেশে বিশেষ করে জাপানে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস হতে পারে এক সুবর্ণ সুযোগ।   জাপানিজ, ১২৮ মিলিয়ন মানুষের মধ্যে বিশ্বে ষষ্ঠ বহুল ব্যবহৃত পূর্ব এশীয় ভাষা জাপানের নিহঙ্গো নামে পরিচিত এবং হাজার হাজার লোক তাদের ক্যারিয়ারের সম্ভাবনা বাড়াতে বা জাপানি সংস্কৃতি বোঝার জন্য জাপানি ভাষা শিখছে। জাপানি শেখার প্রক্রিয়া চলাকালীন আপনি জাপান সম্পর্কে বিভিন্ন ধরণের জিনিস শিখবেন। আপনি দেশের ইতিহাস এবং এক অঞ্চল এবং অন্য অঞ্চলের মধ্যে উপভাষার পার্থক্য শিখতে পারবেন। আপনি জাপানি রীতিনীতি এবং সংস্কৃতিতে নির্দিষ্ট শব্দ ব্যবহার করতে শিখবেন। ড্যাফোডিল জাপান আইটি শিক্ষার্থীদের জাপানি ভাষা শেখার পাশাপাশি স্টুডেন্ট এবং ওয়ার্ক ভিসার ক্ষেত্রে সহযোগিতা করে থাকে।  এখানে ভাষা শিক্ষার জন্য রয়েছেন দক্ষ শিক্ষকমন্ডলী তাছাড়া একজন শিক্ষার্থী চাইলে জাপানি ভাষা শিখতে পারবে jElearning অ্যাপের মাধ্যমে যেখানে রয়েছে ১৬টি ভাষায় জাপানিজ শেখার সুবর্ণ সুযোগ।  অনলাইন ক্লাসের পাশাপাশি একজন শিক্ষার্থী চাইলে jElearning অ্যাপের মাধ্যমে শিখতে পারবেন জাপানিজ ভাষা খুবই অল্প সময়ে এবং সাশ্রয়ী মূল্যে

অনলাইনে শিক্ষা একজন শিক্ষার্থীকে স্ব-শৃঙ্খলা এবং স্ব-অনুপ্রেরণার আরো উন্নত করে।  যতদ্রুত একজন শিক্ষার্থী নিজেকে প্রযুক্তির সাথে মানিয়ে নিয়ে এগুলো শিখবে এবং নিজের বিকাশ করবে কর্মক্ষেত্রে প্রবেশের সময় সে ততবেশি ভালো করতে পারবে।     

বর্তমান বিশ্বে নিজেকে মানিয়ে চলতে হলে সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে আরো উন্নত করতে হবে কারণ এখন ঘরে বসেই যেকোনো শিক্ষার্থী যেকোনো দেশের কোর্স শিখতে পারবে খুব সহজেই  । অনলাইনে শিক্ষার মাধ্যমে একজন শিক্ষার্থী যেমন তার সময় বাঁচবে তেমন সাশ্রয় হবে অর্থ । অনলাইনে ক্লাস কেবল মাত্র সাশ্রয়ী নয় বরং সরাসরি ক্লাসে যাওয়া কিংবা কয়েক হাজার মাইল দূরে বিদেশে উচ্চশিক্ষায় যাওয়ার জন্য আর মূল্যবান সময় ব্যয় করতে হবে না।

অনলাইনে শেখার আরেকটি সুবিধা হলো বেশিরভাগ কোর্স একটি নির্দিষ্ট সময় সীমার হয়ে থাকে সুতরাং একজন শিক্ষার্থী চাইলে দ্রুত অথবা নির্দিষ্ট সময়ে একটি অনলাইনে কোর্স সম্পন্ন করতে পারবে। 

প্রতিটি মানুষের ব্যক্তিত্ব আলাদা।  সরাসরি ক্লাসে অনেক শিক্ষার্থীর ক্লাসে মনোযোগী হওয়ার দক্ষতা কম থাকে আবার কারোর পক্ষে হয়ে পরে কঠিন সুতরাং অনলাইনে ক্লাসের মাধ্যমে একজন শিক্ষার্থী তার নিজের মতো করে পড়া শিখে নিতে পারে। 

আমরা সকলেই জানি বর্তমানে করোনা পরিস্থিতিতে সরাসরি ক্লাসের বদলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে অনলাইনে ক্লাস দ্বারা।  বিদেশে বিশেষ করে জাপানে পড়তে আগ্রহী শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস হতে পারে এক সুবর্ণ সুযোগ।  

জাপানিজ, ১২৮ মিলিয়ন মানুষের মধ্যে বিশ্বে ষষ্ঠ বহুল ব্যবহৃত পূর্ব এশীয় ভাষা জাপানের নিহঙ্গো নামে পরিচিত এবং হাজার হাজার লোক তাদের ক্যারিয়ারের সম্ভাবনা বাড়াতে বা জাপানি সংস্কৃতি বোঝার জন্য জাপানি ভাষা শিখছে।

জাপানি শেখার প্রক্রিয়া চলাকালীন আপনি জাপান সম্পর্কে বিভিন্ন ধরণের জিনিস শিখবেন। আপনি দেশের ইতিহাস এবং এক অঞ্চল এবং অন্য অঞ্চলের মধ্যে উপভাষার পার্থক্য শিখতে পারবেন। আপনি জাপানি রীতিনীতি এবং সংস্কৃতিতে নির্দিষ্ট শব্দ ব্যবহার করতে শিখবেন।

ড্যাফোডিল জাপান আইটি শিক্ষার্থীদের জাপানি ভাষা শেখার পাশাপাশি স্টুডেন্ট এবং ওয়ার্ক ভিসার ক্ষেত্রে সহযোগিতা করে থাকে।  এখানে ভাষা শিক্ষার জন্য রয়েছেন দক্ষ শিক্ষকমন্ডলী তাছাড়া একজন শিক্ষার্থী চাইলে জাপানি ভাষা শিখতে পারবে jElearning অ্যাপের মাধ্যমে যেখানে রয়েছে ১৬টি ভাষায় জাপানিজ শেখার সুবর্ণ সুযোগ।  অনলাইন ক্লাসের পাশাপাশি একজন শিক্ষার্থী চাইলে jElearning অ্যাপের মাধ্যমে শিখতে পারবেন জাপানিজ ভাষা খুবই অল্প সময়ে এবং সাশ্রয়ী মূল্যে ।

যোগাযোগ :
Daffodil Japan IT Limited
Daffodil Concord Tower (Ground Floor)
19/1, West Panthapath, Dhaka 1205
(Opposite of Square Hospital)
+8801847140105,+8801713493278 ,+8801847140110,info@djit.ac



Tuesday, May 25, 2021

ডিজেআইটি'র এলামনাই জাপান যাওয়ার গল্প

 

সফলতার গল্প : (পর্ব - )

 

ইকবাল হোসেন শাকিল, ২০১৭ সালে জাপানে অবস্থিত তার এক  আত্মীয়র মাধ্যমে জাপান সম্পর্কে  জানতে পারেন । MBA তে অধ্যায়নরত অবস্থায় তিনি বিদেশে পড়াশুনা করতে আগ্রহী ছিলেন । তিনি যখন দেখলেন  চারপাশে সিনিয়র  বন্ধমহল , যারা পাশ করে বের হয়েছে ,কিন্তু  চাকুরী খুঁজে পাচ্ছে না ,ঠিক তখন তিনি ২০১৮ সালে  জাপানের বিষয়ে তথ্য সংগ্রহ করা শুরু করেন এবং খোঁজ পান ড্যাফোডিল জাপান আইটির। অনলাইন রেজিস্ট্রেশন এর মাধ্যমে সরাসরি উপস্থিত হন ড্যাফোডিল জাপান আইটির সেমিনারে। অন্যান্য প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করলেও ড্যাফোডিল জাপান আইটির তথ্য কার্যক্রমে সন্তুষ্ট হয়ে ভর্তি হয়ে যান ড্যাফোডিল জাপান আইটির ৬৬ তম ব্যাচে ২০১৮ এর নভেম্বরে।

 

ডিজেআইটি'র এলামনাই জাপান যাওয়ার গল্প

 শাকিল জানান,  ড্যাফোডিল জাপান আইটি শুধু মাত্র একটি প্রতিষ্ঠান নয় বরং তার কাছে একটি পরিবারের মত। সকল শিক্ষক, ক্যারিয়ার কাউন্সেলিং টিম ডকুমেন্টস টিমের পরামর্শে এবং সহযোগিতায় তিনি তার স্বপ্ন বাস্তবায়ন লক্ষে পৌঁছাতে সক্ষম হন। নিয়মিত ক্লাসের বাইরে , তিনি অতিরিক্ত অনুশীলন করা, শিক্ষকদের সাথে নিয়মিত যোগাযোগ ও মক টেস্টের মাধ্যমে জাপানিজ ভাষায় নিজেকে আরও দক্ষ করে তুলেন।

 

ডিজেআইটি'র এলামনাই জাপান যাওয়ার গল্প

তিনি আরো জানান সার্ভিস চার্জের ব্যাপারেও ড্যাফোডিল জাপান আইটি ছিল স্বচ্ছ। বর্তমানে তিনি হিরোশিমাতে অবস্থান করছেন এবং হিরোশিমার সব থেকে নামকরা প্রতিষ্ঠান হিরোশিমা ইন্টারন্যাশনাল বিসনেস কলেজে  সেনমন কোর্সে অধ্যায়নরত রয়েছেন, পাশাপাশি পেয়েছেন পার্ট টাইম কাজ করার সুযোগ। ল্যাঙ্গুয়েজে কোর্স N3 তিনি এখন থেকে সম্পন্ন করেছেন। খুব শীঘ্রই তিনি N2 সম্পন্ন করবেন বলে জানিয়েছেন। 

ইকবাল হোসেন শাকিল ভবিষ্যতে একজন সফল ওয়েডিং প্ল্যানার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান  

ডিজেআইটি'র এলামনাই জাপান যাওয়ার গল্প


ড্যাফোডিল জাপান আইটির ছাত্র হিসেবে ইকবাল হোসেন শাকিল ছিলেন খুবই মনোযোগী এবং আন্তরিক, বলা যায় ভালো ছাত্রদের মধ্যে তিনি ছিলেন অন্যতম শুধু ভাষা শিক্ষা নয়, সকল ডকুমেন্টস জমা দেয়ার ব্যাপারে তিনি ছিলেন সচেতন।  ভাষা শিক্ষার ব্যাপারে তার আগ্রহ এবং ডকুমেন্টসের ব্যাপারে সচেতনতা তাকে তার লক্ষে পৌঁছাতে সহযোগিতা করেছে শুধু মাত্র একজন শিক্ষর্থী নয়, ড্যাফোডিল জাপান আইটি পরিবারের একজন এলামনাই হিসেবে তাকে নিয়ে আমরা গর্বিত। 

ড্যাফোডিল জাপান আইটির পক্ষ থেকে ইকবাল হোসেন শাকিলের জন্য রইলো শুভকামনা