Sunday, February 14, 2021

জাপানে অধ্যয়নরত ডিজেআইটি'র প্রাক্তন শিক্ষার্থীদের পরিস্থিতি ও অবস্থা

ইসনাতারা ইফা 

ড্যাফোডিল-জাপান আইটি থেকে গত সেশনে ৮০ জন কৃতী  শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য জাপান পাড়ি জমিয়েছে । তারা জাপানের বিভিন্ন শহরে পড়াশুনা করতে গিয়েছে ।এই করোনা পরিস্থিতিতেও কোনো  কিছু থেমে ছিল না।  এই পরিস্থিতির ভিতরেও প্রসেসিং চালু ছিল এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথেই তারা জাপানে পাড়ি দিয়েছে । জাপানে যাওয়ার সাথে সাথেই স্কুল ,তাদের কয়ারেন্টায়েন এর ব্যাবস্থা করেন ,হোটেলে ১৪ দিন কয়ারেন্টায়েন এ থাকার পর স্বাভাবিক জীবনে ফিরে যায় । জাপানে নতুন অধিকাংশ শিক্ষার্থীদের হালাল খাবার নিয়ে  দুশ্চিন্তা থাকে । প্রাক্তন শিক্ষার্থীদের সাহায্য নিয়ে তারা হালাল খাবারের সন্ধান পেয়ে থাকেন ।

শিক্ষার্থীরা এন ফাইভ লেভেল সম্পূর্ণ করে জাপানে যারা  গিয়েছে , জপানে বাকি লেভেল গুলো শেষ করতে হয়। তার পাশাপাশি শিক্ষার্থীরা সপ্তাহে ২৮ ঘন্টা পার্ট টাইম জব করতে পারে। ইতিমধ্যে তারা সবাই খন্ডকালীন চাকরি পেয়েছে। এর  মধ্যে অনেকই কাজ শুরু করেছেন  এবং কেউ কেউ  শুরু করবেন । তাদের কারো কাজ পেতে খুব বেশি বেগ পেতে হয় নাই ।  কারণ জাপানি স্কুল গুলো কাজ পেতে অনেক সহযোগিতা করেছে এবং জাপানে প্রতি  এক জনের জন্য দুটি করে কাজ  রয়েছে। যে পরিমান কর্মসংস্থান আছে, জাপানে সে পরিমান জনবল নেই । জাপানেই একমাত্র দেশ  যেখানে খন্ডকালীন চাকরী এত সুযোগ আছে  যা কিনা অনান্য দেশের তুলনাই সব থেকে বেশি। আপনি যদি কখনও সিদ্ধান্ত নিয়ে থাকেন, জাপানিজ  ভাষা  শেষ করে জাপান ত্যাগ করবেন, আপনার অভিজ্ঞতা এবং দক্ষতা খুবই মুল্যবান হবে।  জীবনের প্রতিটি ক্ষেত্রে  বা  নিজ  দেশে অথবা পৃথিবীর যেকোনো জায়গায় । এই ভাষা আর ও বেশি সুযোগ নিয়ে আসবে আপনার জন্য ।  



শিক্ষাব্যবস্থা উন্নত হওয়া সত্তেও টিউশন ফি কম থাকায় জাপানে পড়াশুনা করতে শিক্ষার্থীদের জন্য অনেক সহজলভ্য হয়েছে। যা কিনা  অন্যান্য উন্নত দেশে হিমশিম খেতে হয়। জাপানে শিক্ষাব্যবস্থার মান ভালো হওয়ায় আপনি যা কিছু অর্জন করবেন  তা 
কাজে লাগাতে পারবেন দেশে ও দেশের বাহিরে । জাপানি ভাষা শেখার পর  আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন অথবা সরাসরি চাকরিতে যোগ দিতে পারবেন।  

জাপানে থাকা খাওয়া, মানসম্মত স্বাস্থ্যসেবা,  স্বাস্থ্যসম্মত  পরিবেশ,  পরিবহন থেকে শুরু করে সব কিছু  সাশ্রয়ী মূল্যে পাবেন । 


শান্তিপূর্ণভাবে জীবন উপভোগ করার জন্য জাপানের কোন বিকল্প নাই। জাপান বিশ্বের অন্যতম নিরাপদ উন্নত দেশ। এমন কি আপনি যদি কোনো কিছু হারিয়ে ফেলেন যথা সময়ে পেয়ে যাবেন । কারণ জাপানিজরা যারাই পাবে পুলিশ স্টেশন জমা দিয়ে আসে। 

জনশক্তির ঘাটতি মেটাতে জাপান সরকার বিভিন্ন ধরণের ভিসা প্রদান সহ আরও অনেক বেশি সুযোগ উন্মুক্ত করছে  বিদেশী নাগরিকদের জন্য । আপনি যদি এখনও চিন্তা করে থাকেন যে জাপানিজ ভাষা অধ্যয়নের সিদ্ধান্ত নিবেন ,  তাহলে এখনি সঠিক সময় ।



No comments:

Post a Comment