Tuesday, February 16, 2021

জাপানিজ কালচার ও উন্নত জীবন

 

সাদিয়া আফজাল তিথি 



জাপানের ঐতিহ্য, অপুরূপ সৌন্দর্য, সুস্বাদু ও মানসম্মত খাদ্যাভ্যাস, অত্যাধুনিক জীবন ব্যবস্থা, আধুনিক নিরাপত্তা, ঐতিহ্যপূর্ণ সংস্কৃতি, শিক্ষার গুণগত মান ও কাজের সুযোগ এই সকল মিলিয়ে জাপান হয়ে উঠেছে বিশ্বের তৃতীয় উন্নত দেশ l

.

*  যাতায়াত ব্যবস্থা

অন্যান্য দেশের তুলনায় জাপানের যাতায়াত ব্যবস্থা অনেক উন্নত ও দ্রুত গতি সম্পন্ন । জাপানে একজন নাগরিকের নিজস্ব পরিবহন না থাকলেও চলে । জাপানের পরিবহন ব্যবস্থা এতো উন্নত যে আপনি খুব সহজেই এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারবেন  বাস থেকে শুরু করে ট্যাক্সি বা ট্রেন চলাচল আপনাকে খুব সহজে নিয়ে যাবে আপনার গন্তব্যস্থলে । প্রতি পাঁচ থেকে ১০ মিনিট অন্তর আপনি পেয়ে যাবেন ট্রেন যা হবে আপনার জন্য সময় সাশ্রয়ী ।


 * নিরাপত্তা 

জাপানের অপরাধের হার খুব কম। জাপান এমন কয়েকটি দেশগুলির মধ্যে একটি যেখানে লোকেরা রাতে ঘুরাঘুরি করে এবং তুলনামূলকভাবে নিরাপদ বোধ করতে পারে। যদি কখনো অপরাধ সংগঠিত হয়েও থাকে তবে জাপানের কঠোর আইন ব্যবস্থার মাধ্যমে তা খুব দ্রুত সমাধান করা সম্ভব ।

 * খাদ্য

জাপানি খাবার আপনার প্রত্যাশা মতো প্রায় হয়। এটি হালকা, রঙিন, স্বাস্থ্যকর এবং সুস্বাদু । বেশিরভাগ জাপানি খাবার প্রাকৃতিক উপাদান দিয়ে রান্না করা হয়। আপনি যদি অন্যান্য দেশের সাথে জাপানের খাবারের তুলনা করেন তবে বুঝতে পারবেন জাপানের খাদ্যাভ্যাস কতটা মানসম্মত ও স্বাস্থ্যকর । 

 . জাপানি ভাষা  

জাপানিজ, ১২৮ মিলিয়ন মানুষের মধ্যে বিশ্বে ষষ্ঠ বহুল ব্যবহৃত পূর্ব এশীয় ভাষা জাপানের নিহঙ্গো নামে পরিচিত এবং হাজার হাজার লোক তাদের ক্যারিয়ারের সম্ভাবনা বাড়াতে বা জাপানি সংস্কৃতি বোঝার জন্য জাপানি ভাষা শিখছে।

জাপানি শেখার প্রক্রিয়া চলাকালীন সময়ে আপনি জাপান সম্পর্কে বিভিন্ন ধরণের জ্ঞান অর্জন করতে পারবেন । আপনি দেশের ইতিহাস,  অঞ্চল ভেদে উপভাষার পার্থক্য শিখতে পারবেন। আপনি জাপানি রীতিনীতি এবং সংস্কৃতিতে নির্দিষ্ট শব্দ ব্যবহার করতে শিখবেন এবং এটি আপনাকে জাপান, এর জনগণ এবং এর সমৃদ্ধ এবং ইতিহাস সম্পর্কে শিখতে সাহায্য করবে ।



 . পরিষ্কার  পরিচ্ছন্নতা 

জাপান খুব সুন্দর। এ সৌন্দর্যের দেশ জাপান এবং এর অন্যতম একটি কারণ হলো দেশটির পরিষ্কার ও পরিচ্ছন্নতা ব্যবস্থা । শিশু বয়স থেকে জাপানে  পরিবারে ও বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে শেখানো হয় । বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের দিয়ে নিজেদের ক্লাসরুম, বিদ্যালয়ের আশপাশ, টয়লেটসহ পাঠসংশ্লিষ্ট সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মতো ব্যবহারিক কাজ করানো হয়। ছোটবেলা থেকেই জাপানি শিশুরা তাদের পরিবার থেকে পরিসষ্কার পরিচ্ছন্নতার শিক্ষা পেয়ে থাকে । পরিবারেও ছোটদের জন্য কাজ আলাদাভাবে ভাগ করা থাকে । পাঠসূচিতেও অন্তর্ভুক্ত করা আছে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব ও উপকারিতা এবং সেখনে খুবই স্পষ্ট ভাবে শেখানো হয় কোনো কাজই ছোট নয় । পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে সংশ্লিষ্ট কর্মীদেরও গুরুত্ব, মর্যাদা ও সম্মান দেয়া হয় অন্যান্য পেশাজীবীদের মতোই এবং তাদের কখনোই খাটো করা হয় না তাদের পেশার জন্য, যে কারণে জাপান আরো বেশি উন্নত কারণ যে জাতি শ্রমের মর্যাদা দিতে জানে সে জাতির উন্নতি অবধারিত।

* উৎসব 

জাপানিদের কর্তব্যবোধ, দায়িত্ববোধ, অন্যান্য দেশের তুলনায় অতুলনীয় l তাদের আচার-আচরণ অতি শৃঙ্খলাবদ্ধ ৷ 

জাপানে অসংখ্য স্থানীয় উৎসব (祭 り, মাতসুরি) রয়েছে এবং প্রতিটি উতসব খুবই মজাদার ও বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে উদযাপন করা হয় । 

জাপানি উৎসবগুলোর  একটি গুরুত্বপূর্ণ বিষয় হল শোভাযাত্রা, যেখানে মকোশি (পালকি) শহরে স্থানীয় মন্দিরের কামি (শিন্টো দেবতা) বহন করা হয়। 



 

  * কাজ খুঁজে পাওয়া সহজ

জাপানে উন্নত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি রয়েছে কাজের বিশাল সুযোগ l একজন শিক্ষার্থী জাপানি ভাষা শেখার মাধ্যমে খুব সহজেই কাজের সুযোগ পেতে পারে যার মাধ্যমে সে নিজেকে করে তুলতে পারে দক্ষ এবং অভিজ্ঞ আর সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে খুব সহজেই একজন মানুষ জাপানে নিজেকে করে তুলে পারে প্রতিষ্ঠিত l জনসংখ্যা কম হওয়াতে জাপানে কাজের সুযোগ তও থাকছে বেশি ।

ঞ্জিনিয়ারিং এবং ফার্মাসিউটিক্যালস থেকে শুরু করে রোবোটিক্স পর্যন্ত - জাপান দীর্ঘদিন ধরে অনেক শিল্প গবেষণা ও বিকাশের শীর্ষস্থানীয় শক্তি হিসাবে কাজ করেছে এবং পদার্থবিজ্ঞান, রসায়ন, এবং ওষুধ গবেষণা ক্ষেত্রে অর্জন করেছে 26 টি নোবেল পুরস্কার l জাপান বিশ্বের বৃহত্তম এবং অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে উন্নত একটি দেশ l 

 

দেশটিতে রয়েছে শতকরা ১০০ ভাগ  স্বাক্ষরতার হার, পরিশ্রমী শ্রমশক্তি এবং অর্থনৈতিক শক্তি যা দেশটিকে বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে পরিণত করে। বিগত কয়েক বছরে জাপান নিঃসন্দেহে উদ্ভাবন এবং প্রযুক্তিতে শীর্ষস্থান অধিকার করেছে। জাপানের অটোমেশন খাতে অগ্রগতি, রোবটের ব্যবহার এবং দৈনিক জীবনযাত্রার সাথে কৃত্রিম বুদ্ধিমত্তার একীকরণের ক্ষেত্রে অন্যান্য উন্নত দেশের অর্থনীতির তুলনায় জাপানের আরও উন্নতি হতে চলেছে।

 

 

No comments:

Post a Comment