Monday, February 15, 2021

জাপানে উচ্চ শিক্ষা, বৃত্তি ও শিক্ষার মান

 সাদিয়া আফজাল তিথি 

জাপান বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তিশালী দেশ  এবং জাপান জুড়ে রয়েছে অসংখ্য প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য জাপানে বিভিন্ন বৃত্তি টিউশন ফী ছাড়ের সুবিধা আছে। সুবিধার আওতায় সম্পূর্ণ বিনা খরচেই একজন শিক্ষার্থী পড়াশোনা চালিয়ে যেতে পারবেন। সরকারি বৃত্তি ছাড়াও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান বৃত্তি দিয়ে থাকে। এছাড়া প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে নিজস্ব বৃত্তির ব্যবস্থা আছে। একজন শিক্ষার্থী এসব বৃত্তিতে নির্বাচিত হয়ে জাপানে পড়ালেখার জন্য যেতে পারেন। আবার সেখানে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরও আবেদন করা যায় বৃত্তির জন্যে।

বর্তমানে প্রতিটি দেশ তাদের শিক্ষার মান উন্নত করছে । ওইসিডি দ্বারা পরিচালিত পিআইএসএর (আন্তর্জাতিক শিক্ষার্থী মূল্যায়নের জন্য প্রোগ্রাম) জরিপ অনুসারে শিক্ষা ব্যবস্থার দিক দিয়ে শীর্ষ দশে রয়েছে জাপান, বলা যেতে পারে বিশ্বব্যাপী জাপানের শিক্ষা ব্যবস্থার সুনাম রয়েছে জাপানি ভাষা শিক্ষার মাধ্যমে একজন শিক্ষাথীর খুব সহজেই জাপানে উচ্চশিক্ষার সুযোগ গ্রহণ করতে পারে ।

বিশ্বের অন্যতম উচ্চ-প্রযুক্তির দেশ এবং বিশাল অর্থনৈতিক ব্যবসায়িক কেন্দ্র হিসেবে জাপান শিক্ষার্থীদের জন্য অতুলনীয় । প্রযুক্তি এবং ব্যবসায়-সম্পর্কিত পড়াশুনার জন্যেও জাপান সুপরিচিত ।

জাপানের শিক্ষার মানও অত্যন্ত উন্নত এবং বিশ্বব্যাপী স্বীকৃত। বর্তমানে উচ্চশিক্ষা গ্রহণের জন্য সারা বিশ্বের শিক্ষার্থীদের কাছে জাপানের নাম তালিকার শীর্ষের দিকেই থাকে। সূর্যোদয়ের দেশটিতে বর্তমানে বহু বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। এর মধ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের পরিমাণ কম নয়। জাপানের উন্নত শিক্ষাব্যবস্থা, শিক্ষার পরিবেশ, জাপানের সংস্কৃতি আর আবহাওয়ার কথা বিবেচনা করলে উচ্চশিক্ষা গ্রহণে একজন শিক্ষার্থীর আগ্রহ বাড়বেই। পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে বিশ্বজুড়ে প্রায় ১৫ লাখ ছাত্রছাত্রী বিদেশে পড়াশোনা করছে। এর মধ্যে লাখ ৩৮ হাজার ৭৫ জন ছাত্রছাত্রী জাপানে পড়াশোনা করছে। অর্থাৎ বৈদেশিক ছাত্রছাত্রীদের প্রায় . শতাংশই জাপানে অধ্যয়নরত।

 শিক্ষার পাশাপাশি একজন শিক্ষার্থী জাপানে কাজের সুযোগ পাওয়ায় অর্জন করতে পারছে দক্ষতা এবং খুব সহজেই এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা হতে পারছে প্রতিষ্ঠিত, নিজেকে করে তুলতে পারছে সুদক্ষ l জাপানি ভাষা জানা থাকলে একজন শিক্ষার্থী জাপানি প্রতিষ্ঠানে কাজের সুযোগের মাধ্যমে উচ্চ দক্ষতা অর্জন এবং উচ্চ বেতন পাওয়ার আশা করতে পারে ।



আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়

জাপান স্টুডেন্ট  সার্ভিসেস অর্গানাইজেশন এর তথ্য অনুযায়ীমে, ২০১৮ পর্যন্ত, যে সকল বিশ্ববিদ্যালয়ে সব থেকে বেশি আন্তর্জাতিক ছাত্র রয়েছে সে সকল বিশ্ববিদ্যালয়ের তালিকা নিন্মে দেয়া হল: 



School Name

Number of International Students


 

University of Tokyo

3,853 students

Osaka University

2,480 students

University of Tsukuba

2,457 students

Kyoto University

2,387 students

Kyushu University

2,313 students

Hokkaido University

2,101 students

Tohoku University

2,087 students

Nagoya University

1,981 students

Tokyo Institute of Technology

1,689 students

Hiroshima University

1,659 students

ReferenceJapan Student Services Organization / The Major Universities in terms of Accepting Highest Number of International Student

আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় বেসরকারি বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে জনপ্রিয় বেসরকারি বিশ্ববিদ্দালয়ের তালিকা নিচে দেয়া হল: 





 

School Name

 

Number of International Students


 

Waseda University

5,412 students

Tokyo University of Social Welfare           

5,133 students

Japan University of Economics

3,348 students

Ritsumeikan Asia Pacific University

2,867 students

Ritsumeikan University

2,446 students

Keio University          

1,908 students

Meiji University          

1,506 students

Doshisha University   

1,397 students

Sophia University       

1,395 students

Toyo University          

1,375 students

Nihon University        

1,277 students

Nihon Wellness sports University

1,275 students

Josai International University 

1,210 students

Takushoku University

1,067 students

Kansai University

1,060 students

Reference Japan Student Services Organization / The Major Universities in terms of Accepting Highest Number of International Student




প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে উন্নত হওয়ার পাশাপাশি জাপান একটি সুন্দর প্রাণবন্ত দেশ। কিছু শিক্ষার্থী জাপানের উচ্চ শিক্ষাগত মান দ্বারা আকৃষ্ট হয়, অন্যদের কাছে আকর্ষণ জাপানের সমৃদ্ধ সংস্কৃতি ঐতিহ্য প্রতি বছর প্রায় মিলিয়ন শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণের জন্য জাপানকে বেছে নেয়, এই সংখ্যা আরও বাড়তে থাকবে বলে অনুমান করা হয়।

উচ্চমানের শিক্ষা ব্যবস্থা সহ বৈচিত্র্যময় একটি দেশ জাপান, বিদেশে উচ্চশিক্ষা গ্ররহনের ক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য জাপান সেরা

 সুত্রঃ অনলাইন 

 

 

No comments:

Post a Comment